জাতীয় লিগের খেলা শুরু হচ্ছে আগামী ১০ অক্টোবর থেকে। এর আগে আলোচনায় ‘বিপ টেস্ট। যেখানে এবার জাতীয় লিগে খেলার জন্য মানদণ্ড দিয়ে রেখেছে বিসিবি, আর সেটা ১১। এই বিপ টেস্ট পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, তুষার ইমরানরা।
ক্রিকেটারদের জন্য আজকের দিনটা খানিকটা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের স্মৃতি ফিরিয়ে আনল যেন। এসএসসি-এইচএসসির ফলের মতো আজ মিরপুরে এ ওর থেকে স্কোর জানতে চাইছিলেন। কামরুল ইসলাম রাব্বি ও শাহরিয়ার নাফীসের মতো অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পয়েন্ট নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। কামরুল ও নাফীস দুজনেই ১১ পেরিয়েছেন, তবে তাদের মতো ভাগ্য সুপ্রসন্ন হয়নি সব ক্রিকেটারের। যদিও সবাই ১০ অক্টোবর লিগ শুরুর আগে আরও কয়েকবার বিপ টেস্ট দেওয়ার সুযোগ পাবেন।
বিপ টেস্টে উতরে যাবার ক্ষেত্রে বেশ আত্মবিশ্বাসী ছিলেন আশরাফুল। গত ২৬ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেছিলেন, ‘বিপ টেস্ট নিয়ে যেটা বললেন, আসলে আমরা যদি যথাযথ সুযোগ সুবিধা অফ সিজনেও পেতাম আমার মনে হয়না ১১ দেওয়াটা কোন ব্যাপার, গত বছর আমিও ১১.৪ দিয়েছি।
আজকের বাজার/লুৎফর রহমান