ফিটনেস পরীক্ষার মানদন্ড বিপ-টেস্টে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাকদের মতো সিনিয়র ক্রিকেটারদের ফল নির্বাচকরা আলাদা করে বিবেচনা করবেন বলে জানিয়েছেন বিসিবির ট্রেইনার তুষার কান্তি দাস। এর আগে প্রথম দফা বিপ টেস্ট উৎরাতে না পারা ক্রিকেটারদের সবাই দ্বিতীয় দফায় উন্নতি করেছেন বলেও জানিয়েছেন তিনি। আর ক্রিকেটাররাও এটিকে দেখছেন ইতিবাচক হিসেবেই।
জাতীয় ক্রিকেট লিগের আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় বিপ-টেস্টে অন্তত ১১ পেতে হবে বলে ‘মানদন্ড’ ঠিক করে দিয়েছিল বিসিবি। প্রথম দফা পরীক্ষায় সেটি পার হতে ব্যর্থ হয়েছিলেন সিনিয়র ক্রিকেটারদের বেশ কয়েকজন। আজ আবার সে পরীক্ষা দিয়েছেন তারা। এদিন সর্বোচ্চ ১২.১ পেয়েছেন পেসার আল-আমিন হোসেন, মোহাম্মদ আশরাফুল পেয়েছেন ১০। বাকিরাও করেছেন ‘উন্নতি’।
আজকের বাজার/লুৎফর রহমান