পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলসের চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০১৭) পণ্য বিক্রয় বেড়েছে ১০৩ শতাংশ। যার উপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৩১ শতাংশ। তবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৪০ শতাংশ। এর প্রধান কারন হিসাবে রয়েছে চলতি অর্থবছরেস্টক লভ্যাংশ বাবদ ১ কোটি ৮০ লাখ শেয়ার সংখ্যা বৃদ্ধি। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
দেখা গেছে, চলতি বছরের ৬ মাসে কোম্পানিটির পণ্য বিক্রয় হয়েছে ৩১৫ কোটি ৪৫ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে ছিল ১৫৫ কোটি ৬৩ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ১৫৯ কোটি ৮২ লাখ টাকার বা ১০৩ শতাংশ।
এ বিষয়ে কোম্পানি সচিব নাজমুল হাসান বলেন, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) এর সঙ্গে টেন্ডারকৃত পণ্য সরবরাহ করা হয়েছে। যাতে বিক্রয় ও মুনাফায় বড় উত্থান হয়েছে। এছাড়া আরও ১১২ কোটি টাকার একটি টেন্ডার রয়েছে। যাতে ভবিষ্যতে বিক্রয়ের পরিমাণ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।
আজকের বাজার:এসএস ২৫জানুয়ারি ২০১৮