পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলসের এক শেয়ারহোল্ডার পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ারহোল্ডার পরিচালক বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের কাছে ২ কোটি ৬৪ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ১০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
এই শেয়ারহোল্ডার পরিচালককে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করতে হবে।