বিবিএস ক্যাবলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে বিবিএস ক্যাবলস লিমিটেড পুঁজিবাজারে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে অভিহিত মূল্যে ১০ টাকা দরে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।
সূত্র জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন ম্যাশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।