দেশের উভয় স্টক এক্সচেঞ্জে বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আজ সোমবার ৩১ জুলাই থেকে। কোম্পানিটির লেনদেন কোড বিবিএসকেবলস।
২৩ মে থেকে ৪ জুন পর্যন্ত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ করে বিবিএস ক্যাবলস। ৬০১তম কমিশন সভায় কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিবিএস ক্যাবলস ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করে বাজার থেকে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে, যা প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ ব্যবহার করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ২৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। আইপিও-পরবর্তী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৫ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭৩ পয়সা।
আজকের বাজার: আরআর/ ৩১ জুলাই ২০১৭