বিবিএস ক্যাবলস এ’ ক্যাটাগরিতে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ‘এ’ ক্যাটাগরির আধীনে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেন ‘এন’ ক্যাটাগরিতে হয়। কিন্তু ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে।

পাশাপাশি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে শেয়ারহোল্ডারদের অনুমোদনের ভিত্তিতে বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিওতে পাঠায়।শর্ত পূর্ণ করায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।

উল্লেখ, কোম্পানিটি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

আজকের বাজার:এসএস/১৮জানুয়ারি ২০১৮