ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আগামীকাল বৈঠকে বসবেন বিএনপির সিনিয়র নেতারা।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে আলোচনা করবে দলটি।
এ বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা ও কূটনৈতিক উইংয়েরা উপস্থিত থাকবেন।
আজকের বাজার/এমএইচ