দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বইছে, রয়েছে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকায় তা কমতে পারে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাগী ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ২৩ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, ঢাকায় ১১৮ মিলিমিটার,
মাদারীপুরে ৫৫ মিলিমিটার, নিকলিতে ৪০ মিলিমিটার, ফেনীতে ৫৬ মিলিমিটার, কক্সবাজারে ৬৩ মিলিমিটার,
কুতুবদিয়ায় ৫৭ মিলিমিটার।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত এগিয়ে আসতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ অতিক্রম করে আসাম পর্যন্ত অবস্থান করছে।এটি পশিচমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মায়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত এগিয়ে এসেছে। দক্ষিণ পশ্চিম মৌসুী বায়ু আরো এগোনোর জন্য আবহাওয়া পরিস্থিতি অনুকূলের রয়েছে।
ঢাকায় রোববার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং সোমবার সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।