বিভ্রান্তি সৃষ্টি বন্ধ করুন, জনগণের পাশে দাঁড়ান: ফখরুলকে কাদের

করোনাভাইরাস মহামারি চলাকালে বিভ্রান্তি না ছড়িয়ে জনগণের পাশে দাঁড়াতে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাদের ঢাকার সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহ্বান জানান। করোনাভাইরাস প্রতিরোধে ফখরুলের টাস্কফোর্স গঠনের পরামর্শের কথা উল্লেখ করে কাদের বলেন, ‘এটি বিএনপি নেতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য। টাস্কফোর্স গঠন বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এ পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে কাদের আশা প্রকাশ করেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করতে সবাইকে আহ্বান জানান। ত্রাণ বিতরণকে কেন্দ্র করে দুর্নীতি হয়েছে স্বীকার করে কাদের বলেন, সরকার এতে জড়িত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যু এবং ২ হাজার ১৪৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার