মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে জ্যাকেট খুলে তল্লাশি করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে। সাধারণত একদেশের রাষ্ট্রপ্রধান অন্যদেশে গেলে তাকে অভ্যর্থনা দেওয়া হয়। কিন্তু এ জাতীয় আনুষ্ঠানিকতার কোনো বালাই ছিল না মার্কিন বিমানবন্দরে।
এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, উল্টো বিমানবন্দরে জ্যাকেট খুলে সাধারণ যাত্রীদের মতই তল্লাশি চালানো হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। এই ভিডিওটিও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, এক হাতে কোট অন্য হাতে স্যুটকেস নিয়ে হেঁটে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন কোনো পররাষ্ট্র কর্মকর্তা তো দূরে থাক কোনো বিশেষ ব্যবস্থাই নেওয়া হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রীর আগমনে।
এদিকে পাকিস্তানের জনগণ তাদের প্রধানমন্ত্রীকে এমন অবহেলিত হতে দেখে বেশ ভালোই ক্ষুব্ধ হয়েছে। দাবি তোলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে। তবে ভিডিওটিতে দেখানো ব্যক্তিটিই যে প্রধানমন্ত্রী তা নিশ্চিত করা যায়নি।
এস/