চিকিৎসা শেষে দীর্ঘ তিন মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৮ অক্টোবর বুধবার বিকালে সোয়া ৫টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি।
১৮ অক্টোবর বুধবার বিকাল পাঁচটা ৭ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি জানান, বিমানবন্দরের ভেতরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারপারসনকে স্বাগত জানান।
তবে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বাইরে অবস্থান করছেন।
এদিকে এমন সময় খালেদা জিয়া দেশে ফিরেছেন, যখন ঢাকা ও কুমিল্লায় তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছ আদালত।
খালেদা জিয়া গত ১৫ জুলাই যুক্তরাজ্যে যান।সেখানে তিনি চোখ ও হাঁটুর চিকিৎসা নেন।
আজকের বাজার:এলকে/এলকে ১৮ অক্টোবর ২০১৭