প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এয়ারপোর্টে এসে আমাকে রিসিভ করবেন তা আমিও জানতাম না। বিমানবন্দরে পৌঁছানোর পর জানতে পারলাম তিনি আমাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন। তাতে আমিও বিস্মিত হয়েছি। ভারতের মতো বড় একটি দেশের প্রধানমন্ত্রী আমাকে এসে রিসিভ করেছেন, এটা বাংলাদেশের জন্য অবশ্যই সন্মানের।’
ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করতে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
তিনি আরো জানিয়েছেন, প্রতিবছর বাংলাদেশের ১০০ জন মুক্তিযোদ্ধাকে ভারত সরকার বিনা খরচে চিকিৎসাসেবা দেবে।
তাঁর ভারত সফরের মূল্যায়ন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন গতি সঞ্চারিত হয়েছে। ভারতে আমাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ যে সার্বভৌম দেশ, তা দৃঢ়ভাবে প্রকাশ করেছি। এই সফরে ভারতের সাথে বাংলাদেশের ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।’