বিমানবন্দরে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সাড়ে নয় কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল ২৫ অক্টোবর বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরছিলেন তারা।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান,বুধবার রাতে বিমানবন্দর থেকে বের হবার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে তাদের কাছে নয় কেজি ৩৩০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। তিনি জানান, জব্দ র্স্বণের বাজার মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার তিনজন হলেন-ফারুক আহমেদ (৩৮), মীর হোসেন (২৮), মো. শাহিন(২১)। আটক তিনজনের বিস্তারিত পরিচয় ও ঘটনার বিবরণ পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

আজকের বাজার:এলকে/এলকে ২৬ অক্টোবর ২০১৭