রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ২ দশমিক ৩ কেজি ওজনের স্বর্ণের বারসহ তিন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটকরা হলেন- মো. সুমন শিকদার (৩৪), মো. শাহিন হোসেন (৩৪) ও মো. বেলাল আকন (২৮)।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, সকাল ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি২৮ পরিষ্কার করে নেমে আসার সময় তিনজনকে আটক করা হয়। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের তল্লাশি করতে চাইলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তাদের আর্মড পুলিশ দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তল্লাশি করে সুমনের জুতায় ২০টি স্বর্ণের বার খুঁজে পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
আলমগীর হোসেন জানান, এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান