রাজধানীতে বাস চাপায় ২ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-ভাঙচুর

রাজধানীর খিলক্ষেত থানাধীন শ্যাওরা এলাকায় রেডিসন হোটেলের উল্টোদিকে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। প্রতিবাদে সড়ক অবোরধ ও বাসে আগুনসহ ব্যাপক ভাঙচুর করেছে নিহতের সহপাঠীরা।

রোববার (২৯ জুলাই) দুপুর ১২ টার দিকে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জাবালে নূর পরিবহনের একটি বাস বনানী-এয়ারপোর্ট রোড দিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হোটেল রেডিসনের উল্টোদিকে শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় শিক্ষার্থী জাবালে নূর বাসে উঠার চেষ্টা করে। বাসটি না থামিয়ে শিক্ষার্থীদের উপর দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই এক ছাত্র ও এক ছাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ৫ জন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের পরিচয় জানা সম্ভব হয় নি।

জানা যায়, নিহতরা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত।

এদিকে সহপাঠীদের মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এসময় তারা কমপক্ষে দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ২০-২৫টি গাড়ি ভাঙচুর করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে পুলিশ।

 

আজকের বাজার/এমএইচ