হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে থেকে প্রায় পৌনে ২ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস। হংকং থেকে আগত নুরুল আজাদ নামের এক যাত্রীর অন্তর্বাস (আন্ডারওয়্যার) ও তলপেট থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। পরে ওই যাত্রীকে আটক করা হয়।
বুধবার (২৩ মে) মধ্য রাতে উদ্ধার করা স্বর্ণের ১৫টি বার ছিলো ওই যাত্রীর অন্তর্বাস ও পায়ুপথে।
বৃহস্পতিবার ঢাকা কাস্টমস হাউস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দরে হংকং থেকে কেএ ১১০ বিমান মধ্যরাতে ল্যাণ্ড করে। ওই বিমানের যাত্রী নুরুল আজাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তর্বাসের ভেতর থেকে ৬টি সোনার বার বের করেন। পরবর্তীতে আর্চওয়ে স্ক্যানিংয়ে সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়, প্রচুর পানি ও খাবার খেতে দেওয়া হয়। পরে সেহরির সময় তিনি পায়ুপথ থেকে আরও ৯টি সোনার বার বের করেন। জব্দকৃত সোনার পরিমাণ প্রায় পৌনে ২ কেজি।
রাসেল/