দুই বাসের রেষারেষিতে শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাজধানীর বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আন্দোলন করছে তারা। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (৩০ জুলাই) সকাল ৯ টা থেকে তারা অবস্থান নেবার চেষ্টা করলেও পুলিশের বাঁধার মুখে তা সম্ভব হয়নি।
এরপর সাড়ে ১০ টার দিকে তারা নিজ কলেজের সামনের (এমইএস চত্বর) রাস্তায় মানববন্ধনে দাঁড়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় তাদের বিচার চাই, বিচার চাই-বলে স্লোগান দিতে দেখা যায়। মানববন্ধনে তাদের সঙ্গে একত্মতা প্রকাশ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।
রাশেদ নামে এক শিক্ষার্থী বলেন, সুষ্ঠ বিচারের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান করবো। তদন্ত না বিচার চাই।
আরএম/