বিমানের টয়লেট থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের টয়লেট থেকে ১০ তোলা ওজনের ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। এর আনুমানিক দাম ৪ কোটি ৬৬ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ স্বর্ণের বারগুলো মালিক বিহীন অবস্থায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিজি ২৪৭ ফ্লাইটের একটি বিমান থেকে জব্দ করা হয়।

২১ মার্চ, বুধবার দুবাই থেকে সিলেট হয়ে বিমানবন্দরে আগত বিমানের টয়লেট থেকে বারগুলো উদ্ধার কার হয়।

ঢাকা কাস্টমস হাইজের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, দুবাই থেকে সিলেট হয়ে শাহজালালে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটে আগত বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণ ১০ তলা ওজনের ৮০ টি বারে পাওয়া যায়।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাইজের একটি দল সকাল ৮টা ৪০ মিনিটে শাহজালাল বিমান বন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং বিজি ২৪৮ তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় টয়লেট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। স্বর্ণবারগুলো টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল। যার বাজার মূল্য প্রায় ০৪ কোটি ৬৪লক্ষ টাকা।

এই ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সহকারী কমিশনার জানান।

আরএম/