প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব (বিমান) সাবেরা আক্তার সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবি
সাজ্জাদুল হাসান এর আগে বিমান পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর মেয়াদ শেষ হওয়ায় তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
সাবেরা আক্তার জানান, সাজ্জাদুল হাসানকে এক বছরের জন্য বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।
আজকের বাজার/এমএইচ