বিমানের ফ্লাইটের ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বিমানবন্দরের উপ-পরিচালক বেণী মাধব বিশ্বাস জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী (বিজি-০৮৪) ফ্লাইটটি সকাল ৮টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর কিছু সময় পর সকাল ৯টা ২৫ মিনিটের দিকে এটি আবার ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

তিনি বলেন, বিমানটির একটি চাকা টেক-অফের পরে ঠিকমতো ভেতরে ঢুকতে পারেনি।

বিমানটির যাত্রীদের অন্য একটি ফ্লাইটের মাধ্যমে সিঙ্গাপুরে পাঠানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

আজকের বাজার/এমএইচ