হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে বুধবার ৫.৮ কেজি ওজনের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, মাস্কট থেকে সকাল ৮টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি ০২২) বিমানবন্দরে অবতরণ করে।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের একটি দল ফ্লাইটে তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পায়।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
আজকের বাজার/এমএইচ