আফগানিস্তান থেকে জার্মানী যাওয়ার পথে মার্কিন সামরিক বিমানে জন্ম নিল এক আফগান কন্যা শিশু। বিমানের সাংকেতিক নামে তার নাম রাখা হলো রিচ।
তালেবান আফগানিস্তান দখলে নেয়ার পর শনিবার জার্মানীতে মার্কিন সামরিক ঘাঁটিতে যাওয়ার উদ্দেশ্যে অন্য অনেকের সাথে দেশ ছেড়েছে ওই পরিবার। বিমান অবরতরণের পর পরই প্লেনের কার্গো হোল্ডে সামরিক চিকিৎসকদের সহায়তায় মা ওই কন্যা শিশুর জন্ম দেন। পরে তাদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। মার্কিন সামরিক কর্মকর্তারা বুধবার এ খবর জানান।
অন্য বিমান এবং নিয়ন্ত্রণ টাওয়ারের সাথে যোগাযেগের জন্য প্রতিটি মার্কিন বিমানের একটি করে সাংকেতিক নাম থাকে। সি-১৭ কার্গো প্লেনের সাধারণত সাংকেতিক নাম থাকে রিচ। আফগান ওই পরিবারকে বহনকারী বিমানটির সাংকেতিক নাম রিচ ৮২৮। তাই শিশুটির বাবা মা সন্তানের নাম রাখল রিচ।
ইউএস ইউরোপীয়ান কমান্ডের প্রধান জেনারেল টড উল্টার্স এ কথা জানান। তিনি আরও জানান, আফগান অন্যান্য শরণার্থীর সাথে শিশুটির পিতা মাতা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে যাচ্ছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান