বিমানে শ্লীলতাহানির শিকার `দঙ্গল কন্যা` জায়রা

সম্প্রতি দিল্লি থেকে মুম্বাই যাওয়ার সময় বিমানে শ্লীলতাহানির শিকার হয়েছেন ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’খ্যাত নায়িকা জায়রা ওয়াসিম। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন জায়রা। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ভিডিওবার্তায় জায়রা অভিযোগ করেন, বিমানে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় এক ব্যক্তি তার গলা চেপে ধরে খারাপ উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। এ সময় জায়রা ওই ব্যক্তির ছবি তুলে রাখার চেষ্টা করেন, কিন্তু বিমানের স্বল্প আলোয় তা সম্ভব হয়নি।

এরপর মুম্বাই বিমানবন্দর থেকে আরেকটি ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি এইমাত্র অবতরণ করেছি, পুরো ঘটনা সম্পর্কে শুধু চিৎকার করে বলতে ইচ্ছা করছে…এটা ঠিক নয়…এটা আপনার আচরণ বা আচরণ করা উচিত নয় মনে হচ্ছে … এটা ভয়াবহ। এভাবেই তারা মেয়েদের সুরক্ষা দেয়? কেউ আমাদের সাহায্য করবে না যদি আমরা নিজেদেরকে সাহায্য করার সিদ্ধান্ত না নেই এবং এটাই সবচেয়ে খারাপ জিনিস।

এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর আলোড়ন শুরু হয়েছে বিভিন্ন মহলে। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বলিমহল।

সূত্র: আজতাক, ইন্ডিয়া ডট কম

আজকের বাজার:এলকে /এলকে ১০ ডিসেম্বর ২০১৭