চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে বিমান ও সমুদ্র পথে পরিবহন সেবা খাত থেকে আয় কিছুটা বেড়েছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর(ইপিবি) তথ্য মতে আলোচ্য অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাস সময়ে খাতটি থেকে আয় হয়েছে ৩৫ কোটি ৬৩ লাখ ডলার।
অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে এর পরিমান ছিলো ৩৫ কোটি ৩৭ লাখ ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে পরিবহন খাত থেকে আয় হয়েছে ৩৫ কোটি ৫৭ লাখ ডলার।
এই সময়ে আকাশ পথের পরিবহন সেবা খাত থেকে সরকার আয় করেছে ১৮ কোটি ৩ লাখ ডলারের বেশি। আলোচ্য সময়ে নৌ ও সমুদ্র পথে এই খাত থেকে সরকারে আয় হয়েছে ১৭ কোটি ১৬ লাখ ডলার।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭