ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে অস্ত্র নিয়ে বাংলােদশ বিমানের দুবাইগামী ফ্লাইটে উঠে এক ব্যাক্তি। ফ্লাইটটি যখন মাঝ আকাশে, তখন পাইলটকে অস্ত্র ঠেকিয়ে উড়োজাহাজটি জিম্মি করে ঐ ব্যাক্তি।খবর নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ।
এসময় ঐ ব্যাক্তি পাইলটকে অস্ত্র ঠেকিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান। পাইলট ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চট্রগ্রামে অবতরণ করান। কেবিন ক্র ও পাইলটকে রেখে বাকি সব প্যানেসজারদের নামিয়ে দেয়া হয়।
বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি রোববার ঢাকা থেকে রওনা হয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামার পর এটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফোনে সন্দেহভাজন ঐ ব্যাক্তিকে কথোপকখনে ব্যাস্ত রেখে কমান্ডো অভিযান শুরু করা হয়। অভিযানের আগেই বিমানের ১৩৪ জন যাত্রীর সবাই নিরাপদে নেমে আসেন । অভিযানের ৮ মিনিটের মধ্যে সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি মুক্ত করা হয় বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম নাঈম হাসান।
রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন ছিনতাইয়ের চেষ্টাকারীকে জখম অবস্থায় আটক করা হয়েছে।
তার ১ ঘণ্টা পর আরেক সংবাদ সম্মেলনে এসে সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান জানান, আহত ওই ব্যক্তি মারা গেছেন। নিহত ওই ব্যক্তির নাম ‘মাহদী’- শুধু একটুকুই বলতে পেরেছেন অভিযানে থাকা সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা। আপাতত তার বিষয়ে আর কোন তথ্য জানা যায়নি।
এই ঘটনায় সন্ধ্যা পৌনে ৬টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। অভিযান শেষে রাত ৮টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে বলে জানা যায়।
আজেকর বাজার/মিথিলা