বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন সেনাদের নাম প্রকাশ

মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিমান দুর্ঘটনায় নিহত তিন মেরিন সেনা নাম প্রকাশ করেছে। এদিকে তদন্ত কর্মকর্তারা দুর্ঘটনার তথ্য উৎঘাটনের চেষ্টা করছে। খবর এএফপি’র।

স্থানীয় সৈন্যদের আয়োজিত সামরিক মহড়া চলাকালে রোববার ডারউইনের উত্তরে অবস্থিত মেলভিল দ্বীপে বোয়িং এমভি-২২বি অসপ্রে বিধ্বস্ত হয়। এ সময় ওই বিমানে থাকা কর্পোরাল স্পেন্সার কোলার্ট  (২১), ক্যাপ্টেন এলেনর লেবিউ (২৯) এবং  মেজর টোবিন লুইস (৩৭) নিহত হন।

খবরে বলা হয়, ভার্জিনিয়া থেকে আসা কোলার্ট ছিলেন অসেপ্রের ক্রু প্রধান, ইলিনয় থেকে আসা লেবিউ ছিলেন বিমানের পাইলট এবং কলোরাডোর টোবিন ছিলেন নির্বাহী কর্মকর্তা। তারা সকলেই ডারউইনে অবস্থান করছিলেন। দুর্ঘটনায় আহত অপর তিন মেরিন সৈন্য বর্তমানে রয়্যাল ডারউইন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বিমানে থাকা আরো ১৭ জন সামান্য আঘাত পাওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি। (বাসস ডেস্ক)