নেপালে বিমান দুর্ঘটনায় আহত আলিমুন নাহার অ্যানি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাবা-মায়ের সঙ্গে হাসপাতাল ছাড়েন তিনি।বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টি সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন বলেন, অ্যানি এখন সুস্থ তবে যে কোন সমস্যা হলে তাকে হাসপাতালে আসত বলা হয়েছে।
গত ১২ই মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় অ্যানি আহত হলেও স্বামী ফারুক আহমেদ প্রিয়ক ও মেয়ে তামাররা প্রিয়ন্ময়ী প্রাণ হারান।
আজকের বাজার/আরজেড