বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীর পরিবার পাবে ২ লাখ ডলার

ইউএস-বাংলা এয়ার লাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীরা বীমা ক্ষতিপূরণ বাবদ সবোর্চ্চ দুই লাখ ডলার পাবেন।

গেলো ১২ই মার্চ, ইউএস বাংলার ফ্লাইট বিএস-২১১ নেপালে বিদ্ধস্ত হয়। চার ক্রু ও পাইলট সহ মারা যান ৫১ জন যাত্রী।

এই ঘটনায় আন্তর্জাতিক এভিয়েশন আইন এবং বাংলাদেশ বীমা আইনের চুক্তিতে ইউএস বাংলার মোট লায়াবিলিটি বা দায়সীমা রয়েছে ১০ কোটি মার্কিন ডলার যা টাকার অঙ্কে ৮২০ কোটি। এয়ারক্রাফট, যাত্রী ও তাদের লাগেজ এবং চালক ও ক্রুদের বীমার জন্য ইউএস বাংলা চুক্তি করে সেনা কল্যান ইন্স্যুরেন্সের সাথে।

চুক্তি অনুযায়ী, নিহত ক্রু ও পাইলটের পরিবার পাবে আড়াই লাখ ডলার করে ক্ষতিপূরণ। আর যাত্রীদের ক্ষতিপূরণের পরিমাণ দুই লাখ ডলার হলেও তা নির্ভর করছে বয়স, পেশা এবং পরিবারের কর্মক্ষম ব্যাক্তি হিসাবে।

এই বীমা চুক্তির সম্পূর্ন ক্ষতিপূরণ মিলছে ১৯২৯ সালের ওয়ারশ কনভেনশনের অনুচ্ছেদ ২২ অনুসারে। কিন্তু ওয়ারশ কনভেনশনের পর কানাডার মন্ট্রিলে ১৯৯৯ সালে মন্ট্রিল কনভেনশন ঘোষনা হয়। সেই কনভেনশনের বাংলাদেশ স্বাক্ষর করলেও, দেশে তা আইনগত অনুমোদন পায়নি। ফলে মন্ট্রিল কনভেনশন অনুযায়ী অতিরিক্ত অর্থ পাবেন না যাত্রীরা।

তবে বীমার ক্ষতিপূরণের টাকা কবে পাবেন তা নিশ্চিত করে বলা হয়নি।

আজকের বাজার/আরজেড