নেপালে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া অবধি এ সংখ্যা ৫১ তে দাঁড়িয়েছে।নেপালের রাষ্ট্রীয় সমাচার সমিতি (আরএসএস) সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।
নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট সূত্রে জানা গেছে, গত সোমবার ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার ঘটনায় ২২ জন নেপালি, ২৮ জন বাংলাদেশি ও একজন চীনা নাগরিক নিহত হন। তবে এই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫১ জন হয়েছে।
দুর্ঘটনার সময় বিমানটিতে ৭১ জন যাত্রী ও বিমান ক্রু ছিলেন।
নেপালের ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় সোমবার পর্যন্ত ৪৯ জন মারা গেছে বলে জানা যায়। তবে আজ মঙ্গলবার এখন পর্যন্ত মৃতের সংথ্যা বেড়ে ৫১ হয়েছে বলে জানায় সূত্রটি।
একেএ/ এমআর/