ঢামেকের বার্ন ইউনিটে শেহরিন

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শেহরিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশের বিজি-০৭২ ফ্লাইটটি বিকেল ৩টা ৪৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যান্ড করে।

বিকেল ৪টা ১৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নং গেট দিয়ে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। শেহরিনের শরীর দুর্ঘটনায় পুড়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নাম্বার গেটে উপস্থিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জেন্ট বার্ন ইউনিটের পার্থ শংকর পাল গণমাধ্যমকে বলেন, আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। এর আগেও আমাদের পুড়ে যাওয়া রোগীর ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। কাজেই কোনো ধরনের সমস্যা হবে না।

উল্লেখ, ঢাকা থেকে ৬৭ জন যাত্রীসহ ৭১ জন আরোহী নিয়ে সোমবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে ৫১ জন আরোহী নিহত হন।

আজকেরবাজার/এস