বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক

নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার এ শোক দিবস পালন করা হবে।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার মসজিদ মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠানের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার বাংলাদেশের বেসরাকরি বিমান পরিচালনাকারী সংস্থা ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান নেপালের ত্রিভূবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে কয়েকটি দেশের ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিল, যাদের মধ্যে ৫১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালি কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালও এখন দেশটিতে অবস্থান করছেন। বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

এমআর/