বিমান দুর্ঘটনা: ৩৩ কোটির বেশি অর্থ পেয়েছে ইউএস বাংলা

নেপালের কাঠমাণ্ডুতে বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানের ক্ষতিপূরণ হিসেবে ৩৩ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা বিমা দাবির অর্থ ইউএস বাংলা এয়ারলাইন্সকে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে সাধারণ বিমা করপোরেশন। সূত্র: সময় টেলিভিশন।

এর আগে সাধারণ বিমা করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান গণমাধ্যমকে জানিয়েছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্স এই দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ পাবে ৫৮ কোটি ১০ লাখ টাকা। তবে নিহতদের পরিবার এবং আহতরা কী পরিমাণ ক্ষতিপূরণ পাবেন, তা এখনো নির্ধারিত হয়নি।

জানা গেছে, তাদের বয়স, আর্থিক ও সামাজিক মর্যাদার ভিত্তিতে এ ক্ষতিপূরণ নির্ধারিত হবে।

গত ১২ মার্চ দুপুরে ৭১ জন যাত্রীবাহী ইউএস বাংলা এয়ারলাইন্স-এর ২১১ নম্বর ফ্লাইটটি নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বিমানটির পাইলট আবিদ সুলতান এবং কো পাইলট পৃথুলা রশীদসহ নিহত হন ৪৯ জন, যাদেরমধ্যে ৪৭ জন ছিলেন বাংলাদেশি।

এস/