আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের শিডিউল সব ফ্লাইট আগামী ১৬ মে (শনিবার) পর্যন্ত বন্ধ রাখছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (০৫ মে) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল সব ফ্লাইট আগামী ১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে বিমান বাংলাদেশের ওয়েবসাইটে ১৫ মে পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে।