তেহরানে ইউক্রেনিয়ান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের জন্য চূড়ান্তভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী মনে করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি স্পষ্টই মনে করেন, ট্রাম্প মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়ানোয় এমন একটি দুর্ঘটনা ঘটেছে।
সোমবার তিনি বলেন, আমি মনে করি, সেখানে কোনো উত্তেজনা ছিল না। যদি সম্প্রতি সেখানে কোনো উত্তেজনা না থাকতো, ওই কানাডীয়রা এখন পরিবারে সঙ্গে তাদের বাসায় থাকতেন।
তিনি আঞ্চলিক উত্তেজনা তৈরীর যুক্তরাষ্ট্রীয় প্রয়াসেরও নিন্দা করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আজ খুবই পরিষ্কার যে একটি পরমাণু অস্ত্রবিহীন ইরান যেমন দরকার, তেমনি আঞ্চলিক উত্তেজনাও নিয়ন্ত্রণে রাখা উচিত।
আজকের বাজার/লুৎফর রহমান