বিমান বিধ্বস্ত : তামিম-মুশফিক-সাকিবের শোক

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত সারাদেশ। শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যদের মধ্যেও। এ দুর্ঘটনায় ভারাক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াররা। নিজেদের ফেসবুক পেইজ ও টুইটারে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তামিম, মুশফিক ও সাকিব।

বাংলাদেশ দলের অপেনার তামিম তার টুইটার একাউন্টে দিয়েছেন একটি শোকবার্তা। তিনি লিখেছেন, বিমানের সব যাত্রী ও তাদের স্বজনদের অবস্থা অনুভব করতে পারছি। আল্লাহ নিহত ব্যক্তিদের গ্রহণ করুন। বেঁচে যাওয়া ব্যক্তিরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করি।

মুশফিকুর রহিম তার ফেসবুকে লিখেছেন, অনুগ্রহ করে সবাই এই মানুষগুলোর জন্য প্রার্থনা করুন।

সাকিব আল হাসান তার ফেসবুক পেইজে লিখেছেন, ‌খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার উদ্দেশে জানাই আমার আর শিশিরের গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি। মহান সৃষ্টিকর্তা যেন এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের পরিবারের সদস্যদের সাহস জোগান, সেই প্রার্থনা করছি!

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফির লড়াইয়ে মুশফিক ও বাংলাদেশ দলের সদস্যরা অবস্থান করছেন শ্রীলঙ্কায়।

উল্লেখ, গতকাল ১২ মার্চ সোমবার দুপুর আড়াইটায় ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বিমানটির একপাশে আগুন ধরে যায়। এমনটা হওয়ায় পাশের একটি ফুটবল মাঠে যেয়ে বিধ্বস্ত হয়ে যায় বিমানটি।

৬৭ জন যাত্রী আর ৪ ক্রু, মোট ৭১ জন আরোহী নিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা করেছিল বিমানটি। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন ৫০জন।

আরএম/