বিমান বিধ্বস্ত: দেশের সব মেডিকেল কলেজে তিন দিনের শোক

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নিহত সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্মরণে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি পালনকালে মেডিকেল কলেজগুলোতে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

এ সময় ক্যাম্পাসে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা থেকে বিরত থাকার জন্য কলেজ কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় নেপালের স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।

এমআর/