নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শাহীন বেপারী দেশে ফিরেছেন। এ নিয়ে দুর্ঘটনায় আহত হওয়া মোট ছয় বাংলাদেশি দেশে ফিরেছেন।
রোববার, ১৮ মার্চ বেলা ৩টা ৩২ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হবে। দেশে ফেরা অন্য পাঁচজনকেও সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
শাহীন বেপারী বাংলাদেশ শান্তি সংঘের সদস্য এবং ঢাকা সদরঘাট এলাকার বিক্রমপুর গার্ডেন সিটিতে মেসার্স করিম অ্যান্ড সন্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া ১০ বাংলাদেশির মধ্যে এখনও নেপালে চিকিৎসাধীন আছেন দুইজন। এছাড়া একজনকে সিঙ্গাপুর ও আরেকজনকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহত হয়ে দেশে ফেরত আসারা হলেন, শাহরিন আহমেদ, মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার এনি, রাশেদ রুবায়েত ও শাহীন বেপারী।
আরএম/