বিমান বিধ্বস্ত: বাংলাদেশের প্রতি মেসি-রোনালদোর সমবেদনা

বিমান দুর্ঘটনায় শোকার্ত বাংলাদেশিদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারকা ফুটবলার মেসি ও রোনালদোর লীগ লা-লিগা। মঙ্গলবার লা-লিগা তাদের ফেইসবুক পেইজে বাংলাদেশের  পতাকা পোস্ট করে।

লা-লিগা বলছে, ‘সোমবার কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা লা লিগার।’

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির এই লিগ বাংলাদেশকে তার ইতিহাসের অন্যতম এক শোকাবহ সময়ে মনে রেখেছে।

আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে এই পোস্ট দেয় লা লিগার ফেসবুক পেজ। এক ঘণ্টার মধ্যে এই পোস্ট ১৪ হাজার প্রতিক্রিয়া ও ২ হাজার ৫০০ শেয়ার হয়। ততক্ষণে প্রায় ৭০০ মন্তব্যও ছিল। বেশির ভাগ মানুষ এই ভালোবাসাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন।

এমআর/