লক্ষ্মীপুর-৩ আসনের এমপি একেএম শাহজাহান কামালসহ আরও ৪ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার ২ জানুয়ারি সন্ধ্যায়। তবে তখন নারায়ণ চন্দ্র চন্দ, ছাড়া আর কারও দপ্তর সম্পর্কে কিছু জানা যায়নি।
কিন্তু বুধবার জানা গেছে শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন একেএম শাহজাহান কামাল নিজেই।
তবে তিনি এই দায়িত্বে গেলে ওই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী রাশেদ খান মেননের কী হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
আজকের বাজার:এলকে/ ৩ জানুয়ারি ২০১৮