বিমান যাত্রীদের সেবামান বাড়াতে একটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। ‘বিমান সেবা চুক্তি’ শিরোনামের এই চুক্তির ফলে বাংলাদেশ বিমান এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা ও সেবার মান বাড়বে বলে বেসামরকি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবির খবরে ওই বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল সোমবার আমিরাতের বেসামরকি বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে এই চুক্তিটি সই হয়।
বাংলাদেশের বেসামরকি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও আমিরাতের অর্থমন্ত্রী ও বেসামরকি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান সুলতান বিন সাঈদ আল মানসুরি নিজ নিজ পক্ষে ওই চুক্তিতে সই করেন।
উল্লেখ,২০১৫ সালের মে মাসে বাংলাদেশে নিযুক্ত ততকালীন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়িদ বিন হাজার আল শেহির সঙ্গে এক বৈঠকেরে পরে রাশেদ খান মেনন জানান, বিমান সেবার বিষয়ে আমিরাত বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী।
তখনই মেনন রাষ্ট্রদূতকে জানান,বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট সই করার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সে সময় মেনন বলেন, বাংলাদেশের পর্যটন ও এভিয়েশনখাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে। সরকারের বিনিয়োগবান্ধব নীতির বিদ্যমান সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত অধিক বিনোয়োগ করতে এগিয়ে আসবে বলে আমি আশা করি।
আজকের বাজার:এলকে/এলকে ৩ অক্টোবর ২০১৭