আফগানিস্তানের রাজধানী কাবুলের ৩৫ কিলোমিটার পশ্চিমে ওয়ার্দাক প্রদেশে আফগান বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার ওয়ার্দাক প্রদেশের সায়াদ আবেদ জেলায় চালানো বিমান হামলায় মোট ২৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে স্থানীয় তালেবানের চার কমান্ডার রয়েছে।
এ অভিযানে জঙ্গিদের ছয়টি গাড়ি ও তিনটি মটরসাইকেল ধ্বংস হয়।
তবে এ বিষয়ে তালেবান গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।