লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় ঘট নগরীর কাছে এক বিমান হামলায় ১০ জঙ্গি নিহত হয়েছে। তবে কারা সেখানে এ বিমান হামলা চালিয়েছে তা সনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সামরিক সূত্র একথা জানায়। খবর সিনহুয়ার।
সূত্র জানায়, আলজেরীয় সীমান্তবর্তী নগরী ঘটের আওয়েনাত শহরে সশস্ত্র গাড়িবহর লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। বহরটিতে পাঁচটি গাড়ি ছিল।
স্থানীয় সংবাদ মাধ্যম সশস্ত্র এসব গাড়ির ভিতরে থাকা মানুষের ছবি প্রকাশ করেছে। ঘটের কাছে মরুভূমি এলাকায় চালানো এ বিমান হামলায় গাড়িগুলো সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
ওই সূত্র আরো জানায়, ‘সামরিক বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা জনবসতিহীন একটি মরু এলাকায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত পাঁচটি গাড়ি পেয়েছি। গাড়িগুলোর ভিতরে ১০টি লাশ পাওয়া গেছে। লাশগুলো আগুনে দগ্ধ ছিল। তারা আল-কায়েদার সন্ত্রাসী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সামরিক সূত্র জানায়, লিবিয়ার বিমানবাহিনী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, বিদেশি বাহিনী এ হামলা চালিয়েছে। মার্কিন ড্রোন থেকে সেখানে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী এ বিমান হামলার দায়িত্ব স্বীকার করেনি।
সূত্র – বাসস