বিমা মেলা শুরু ২২ ডিসেম্বর

 বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিমা  মেলা। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

২২ ডিসেম্বর সকাল ১০টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে  মেলার উদ্বোধন করবেন  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।

এ ছাড়া উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

মেলা উদ্বোধনের আগে ২২ ডিসেম্বর সকাল ৯টায় সিলেট কোর্ট পয়েন্ট  এলাকা থেকে কবি নজরুল অডিটোরিয়াম পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হবে। এরপর কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। পরে বিভিন্ন কোম্পানির বীমা দাবির চেক বিতরণ করা হবে বলে জানা গেছে।

২৩ ডিসেম্বরের অনুষ্ঠান হবে জেলা পরিষদের কনফারেন্স রুমে। সকাল ১০টায় শুরু হওয়া এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেন।

আজকের বাজার:এসএস/১০ডিসেম্বর ২০১৭