যুদ্ধবিরতিতেও সিরিয়ায় ফের হামলা চালিয়েছে আসাদ বাহিনী। রোববার পূর্ব গুটার বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয়।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের দাবি, মূলত আইএসের ঘাঁটি ধ্বস করতেই এ হামলা চালানো হয়েছে। তাদের যুুক্তি, আল কায়দা, আল নুসরা ফ্রন্ট বা আইএসের মতো জঙ্গি গোষ্ঠীকে কোনও ভাবেই এই যুদ্ধবিরতির আওতায় রাখা হয়নি।
এদিকে স্থানীয় কয়েকটি মানবাধিকার সংগঠনের অভিযোগ, জঙ্গি দমনের নামে সরকারি বাহিনী বেছে বেছে বিদ্রোহীদের নিশানা করছে। নিহতের সংখ্যা অন্তত ৫০ । আহত আরও শতাধিক।
উল্লেখ্য, গত শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। চিকিৎসা ও ত্রাণ সহায়তার জন্যই নিরাপত্তা পরিষদে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
আজকের বাজার: আরজেড/আরএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮