হার্ভার্ডের বিজ্ঞানীরা বলেছেন, এককালীন লকডাউন করোনাভাইরাস থামাতে পারবে না এবং হাসপাতালগুলোর নাজুক অবস্থা থেকে উদ্ধারে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখতে হতে পারে। মহামারির গতিপথের একটি মডেল তৈরি করে মঙ্গলবার হার্ভার্ডের বিজ্ঞানীরা এ কথা জানান। যুক্তরাষ্ট্র কোভিড-১৯ সংক্রমণের শীর্ষে পৌঁছানোয় কড়া লকডাউন শিথিল করে দেয়ার বিষয়টি সামনে রেখে তারা এই সমীক্ষা প্রকাশ করেন। হার্ভার্ড টিমের কম্পিউটার সিমুলেশনসহ গবেষণা পেপার একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, করোনা সম্পর্কিত ঠান্ডাজনিত নিয়মিত মৌসুমী ব্যাধি হয়ে উঠতে পারে কোভিড-১৯। তবে পূর্ববর্তী সংক্রমণের মাধ্যমে ইমিউনিটি সক্ষমতা কোন মাত্রায় পৌঁছাবে এবং কতদিন এটি স্থায়ী হবে এ সব বিষয়সহ আরো অনেক কিছু এখনো জানা যায়নি।
পেপারের মূল লেখক স্টিফেন কিসলার সাংবাদিকদের বলেন, আমরা এটি পেয়েছি যে, ক্রিটিক্যাল রোগীর সেবাদানে যুক্তরাষ্ট্রের সীমিত সক্ষমতার মধ্যে কোভিড-১৯ (সার্স-কভ-২) মোকাবেলায় এক নাগারে সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যাবস্থা পর্যাপ্ত নয়। তিনি বলেন, অন্যান্য ধরণের চিকিৎসার অনুপস্থিতিতে যেটি জরুরি মনে হয়, সেটি হলো বিরতি দিয়ে সামাজিক দূরত্বের মেয়াদ অনুসরণ করা । সামাজিক দূরত্বের সীমা লঙ্ঘিত হয়েছে এমনটা নিশ্চিত হলে সেখানে ব্যাপকভাবে ভাইরাস টেস্টের প্রয়োজন হবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান