চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কে এক বিরল প্রজাতির প্রজাপতির সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ মে) এ বিরল প্রজাতির প্রজাপতিকে দেখতে উৎসুক দর্শক ভিড় জমাচ্ছেন ইকোপার্কে।
তবে স্থানীয় ও পর্যটকরাসহ বিট কর্মকর্তাদের মধ্যেও কেউ বিরল প্রজাতির এ প্রজাপতির নাম বলতে পারেনি।
বাশঁখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, তিনি আগে কখনো এ ধরনের প্রজাপতি দেখেননি।
এদিকে এ বিরল প্রজাতির প্রজাপতিটি বাঁশখালী ইকোপার্কে আসা দর্শকদের জন্য একটি অন্য রকম আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আজকের বাজার/একেএ