বিরাট-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি!

বলিউডের আলোচিত জুটি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। গত ডিসেম্বরে অনেকটা গোপনেই ইতালিতে বিয়ের পিঁড়িতে বসেন দুই ভুবনের দুই তারকা। বিয়ের পর হানিমুন শেষে প্রোটিয়া সফর নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কোহলি।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, শুরুতে স্ত্রী আনুশকা সঙ্গে থাকলেও প্রথম টেস্ট শেষে মুম্বাই ফিরে যান তিনি। এরপর দেড় মাসের দীর্ঘ সফর থেকে ফিরে ছুটি নেন কোহলি। স্বামীর সঙ্গে মিলিয়ে ছুটি নেন আনুশকাও।

সেই ছুটিতেই ব্যক্তিগত জীবনটা চুটিয়ে উপভোগ করছেন বিরুশকা। তবে ছুটিতে থাকলেও স্পট লাইট এই তারকা দম্পতির ওপরই। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে পোস্ট করা তাদের ছবিগুলো নিয়ে চলছে তুমুল আলোচনা। বাদ যাচ্ছে না তাদের করা পোস্টও।

সম্প্রতি বিরাট কোহলির করা একটি টুইট নিয়ে জল্পনা তুঙ্গে। সেই টুইটে কোহলি লিখেছিলেন, ‘বেশ কিছু ঘটনা ঘটছে। খুব শিগগিরই পরিষ্কার করে বলছি।

ভারতীয় অধিনায়কের এমন টুইটের পরেই জল্পনা, তাহলে কি বাবা-মা হতে চলেছেন কোহলি-আনুশকা? সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এখন এই নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন এই তারকা জুটিকে।

আজকেরবাজার/এস