বিরাট-আনুশকার বিয়ে মিলানে, পার্টি মুম্বাইয়ে

বিরাট-আনুশকারের বিয়ের প্রি-ওয়েডিং পার্টি শুরু হয়েছে শনিবার। সোম ও মঙ্গলবার হবে বিয়ের মূল অনুষ্ঠান। এটি হবে ইতালিতে। তবে বেশ বড়সড় একটা পার্টিরি আয়োজন রয়েছে মুম্বাইয়ে।

ডিসেম্বরের ২১ বা ২২ তারিখে অনুষ্ঠিত হবে এটি এমন খবর রয়েছে।

এরই মধ্যে দিল্লি আর মুম্বাই থেকে সেলিব্রিটিরা পাড়ি দিচ্ছেন ইতালির মিলানে।

প্রকাশ্যে মুখ না খুললেও আনুশকা শর্মা এবং বিরাট কোহলির বিয়ের খবর নিয়ে সরগম হয়ে উঠেছে বলিউডপাড়া। ইতালিতে আনুশকা বিয়ে করতে গিয়েছেন কিনা এ নিয়ে এতদিনের গুঞ্জন পরিষ্কার করে দিয়েছেন আনুশকা শর্মার পারিবারিক পুরোহিত।

শুক্রবার আনুশকার পরিবারের সঙ্গে ইতালিতে গেছেন পারিবারিক পুরোহিত মহারাজ অনন্ত বাবা। তাকে প্রায় তিন চার মাস আগে থেকেই ঠিক করা হয়েছে।

এর আগে দিল্লি বিমানবন্দর থেকে স্ব-পরিবারে ইতালি গেছেন বিরাট কোহলি। পুরোহিতকে সঙ্গে নিয়ে যাওয়ায় এই জুটির বিয়ের জল্পনা আরো দৃঢ় হয়েছে।

মিলানে উপস্থিত থাকবেন দু’পক্ষের পরিবার। এবার পালা বাকি অতিথিদের।

শনিবার পাড়ি দিয়েছেন শচীন টেন্ডুলকার ও যুবরাজ সি‌ংহ। কেবল থাকছেন না ধোনি। অবশ্য কোহলির কোচ রাজকুমার শর্মা বিয়েতে থাকবেন না বলে আগেই জানা গেছে।

আর অানুশকার দিক থেকে থাকছেন বলিউড বাদশা শাহরুখ খান। থাকতে পারেন ইমতিয়াজও।

ইতালিতে বিয়ে সেরে এক মাস ছুটি কাটাবেন ‘বিরুষ্কা’। তার পর মুম্বই ফিরে হবে গ্র্যান্ড রিসিপশন। যদিও অফিশিয়াল কোনো খবর এখনো স্বীকার করেননি কোনো পক্ষই।