কিউইদের দেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ২-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ড সফরের মাঝেই ভারত অধিনায়ক বিরাট কোহলিকে কার্যত কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। নিউ জিল্যান্ড থেকে বিরাটদের টেস্ট সিরিজ জিতে ফেরার টার্গেট দিলেন সৌরভ।
নিউ জিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, তিন ম্যাচের একদিনের সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কোহলি অ্যান্ড কোম্পানি। ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে ভারত। আর একটা ম্যাচ জিততে পারলেই প্রথমবার নিউ জিল্যান্ডের মাটি থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফিরবে ভারত। এদিকে এসবরের মাঝেই বিসিসিআই সভাপতি বিরাটদের টার্গেট ঠিক করে দিলেন।
সৌরভ গাঙ্গুলি বলেন, " শেষবার আমরা ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেছিলাম। এবারও সেই সম্ভাবনা রয়েছে। আমি চাই ওরা টেস্ট সিরিজ জিতুক। প্রত্যেক সিরিজই খুব গুরুত্বপূর্ণ কিন্তু টেস্ট সিরিজ জেতা সবসময়ই স্পেশাল। আর এই দলটা খুব ভাল দল এবং এই দলটা ফর্মেও রয়েছে।"
আজকের বাজার/লুৎফর রহমান